1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাশকতার মামলায় বিএনপির সাড়ে ৬শ`নেতাকর্মীর আগাম জামিন - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

নাশকতার মামলায় বিএনপির সাড়ে ৬শ`নেতাকর্মীর আগাম জামিন

  • প্রকাশের সময় : সোমবার, ২০ ফেব্ুয়ারী, ২০২৩

নাশকতার অভিযোগে দেশের ৯ জেলার ১৪ মামলায় বিএনপির সাড়ে ৬শথ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পদযাত্রা কর্মসূচি পালনকালে পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগ এ মামলাগুলো করেছিল।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন।

আসামি পক্ষে আজ শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কায়সার কামাল ও ফজলুর রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী কামাল হোসেন, রুকনুজ্জামান সুজা, শফিউল আলম মাহমুদ, আবিদুর রহমান প্রমুখ।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, মো. শাহ নেওয়াজ ও আনিসুর রহমান।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সংবাদমাধ্যমকে বলেন, তৃণমূল পর্যায়ে ১১ ফেব্রুয়ারি বিএনপি ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি পালন করে। সে সময় দেশের বিভিন্ন জেলায় নাশকতার অভিযোগে অসংখ্য মামলা হয়। মামলাগুলোর মধ্যে ১৪ মামলায় ৭২টি জামিন আবেদন ছিল। যেখানে আসামির সংখ্যা প্রায় সাড়ে ৬শথ। এর মধ্যে আমার কাছে ছিল সাড়ে ৫শথ মতো।

তাদের পক্ষে আমরা আগাম জামিন চেয়ে শুনানি করি। আদালত শুনানি শেষে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST