রাজশাহীর পুঠিয়ায় গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশান (জিকো)”একটি শিশু একটি গাছ “সংগঠনের পক্ষ থেকে ১২০ জন নবজাতক শিশুকে গাছ উপহার দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনভর পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এই গাছ বিতরন করে প্রতিটি শিশুর পরিবারের আঙ্গিনায় লাগানো হয়।
শাহবাজপুর গ্রামের আকাশ, আলামিন, জুয়েল রানা, মেহেদী, সাকিব ১,সাকিব ২, নাইম, সাফিন, আসিফ সহ বেশ কিছু তরুণ জিকো নামের একটি সামাজিক সংগঠন গড়ে তোলে।
এর মাধ্যমে তারা এলাকার বিভিন্ন পরিবারে খোঁজ খবর নিয়ে ১২০ জন নবজাতকের মাঝে ১২০ টি গাছের চারা বিতরণ করে।
ওই এলাকার বাসিন্দা আবু হেনা বলেন, তরুণদের উদ্যোগ খুবই প্রশংসনীয়। নবজাতক শিশুর জন্য গাছের চারা পেয়ে তাদের মায়েরাও বেশ উৎফুল্ল।
বিএ/