রাজশাহীতে মোটর শ্রমিকদের জন্য একটি হাসপাতাল গড়ে তোলা হয়েছে। রাজশাহীর নওদাপাড়া আন্তঃজেলা বাস টার্মিনাল জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ভবনে হাসপাতাল চালু করা হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে ১০ শষ্যার এই হাসপাতালটি উদ্বোধন করা হয়। দীর্ঘ দিন ধরে প্রতিটি বাস থেকে তোলা টাকায় এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে।হাসপাতাল উদ্বোধনের মধ্যদিয়ে শ্রমিকদের দীর্ঘ দিনের স্বপ্ন পুরণ হলো।
শ্রমিক হাসপাতাল উদ্বোধন উপলক্ষে রাজশাহী নগরীর নওদাপাড়া কেন্দ্রীয় বাসটার্মিনালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো ফিতা কেটে শ্রমিক হাসপাতালের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর ডা. সুজিত কুমার ভদ্র, রাসিকের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাৎ হোসেন শাহু, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি আবুল কালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলী ও সার্বিক সহযোগিতায় ছিলেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক সম্পাদক আরিফ শেখ, নাসির, সজিব প্রমুখ।
বিএ/