সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বাব বাবুসহ ৩৮৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৬০০ জনের নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এ মামলায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বার বাবু, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহরিয়ার শিপু এবং কামারখন্দের সরকারী হাজী কোরব আলী কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক শামীম রেজা।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, সরকারি কাজে বাঁধা, ককটেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় শনিবার রাতে উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ও কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
মামলায় জেলা যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বার বাবুকে ১ নম্বর আসামি করে ১৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ শথ জনের নামে এ মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে সরকারি কাজে বাঁধা দেওয়ায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ১৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ শথ জনের নামে আরেকটি মামলা দায়ের করেছেন। দুই মামলায় বিএনপির মোট ৯৮৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আরিফুল রহমান মণ্ডল জানান, সরকারি কাজে বাঁধা ও পুলিশের উপর হামলা, ককটেল নিক্ষেপ ও মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। এই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিএ/