গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানো, কেয়ারটেকার সরকারসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বানেশ্বর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা পদযাত্রা কর্মসূচি পালন করে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটার দিকে বানেশ্বর বাজারে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ এ পদযাত্রায় নেতৃত্ব দেন।
বানেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই পদযাত্রা বানেশ্বর ট্রাফিক মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পদযাত্রা শেষে বানেশ্বর বাজারে এক সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি নেতা আব্দুল মজিদ, আমিনুল হক পিন্টু, যাদু মিয়া, দেলোয়ার হোসেন সরকার,মাহমুদুর রহমান সোহেল প্রমুখ।
বিএ/