নওগাঁর মহাদেবপুরে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর বার্ষিক ব্যবসা পরিকল্পনা ও মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে মহাদেবপুর এজেন্সি অফিসে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ডিজিএম ও মহাদেবপুর অফিসের ইনচার্জ অসিত কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসইভিপি- ১ ও রংপুর কর্পোরেট জোনের ইনচার্জ মোহাম্মদ মোস্তফা জামাল। বিশেষ অতিথি ছিলেন এরিয়া ম্যানেজার ও বগুড়া জোনাল অফিসের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন, বগুড়া জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ হাফিজুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি বরুণ মজুমদার, সাংবাদিক মো. আইনুল হোসেন, প্রভাষক অরুন মজুমদার। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর গ্রাহক উপজেলা সদরের লিচু বাগান নিবাসী মো. মোকছেদুর রহমান মাত্র ২টি কিস্তি দিয়ে মৃত্যু বরণ করায় তার স্ত্রী ও সন্তানদের হাতে মৃত্যু বিমা দাবীর ১ লক্ষ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়। উল্লেখ্য যে, মোকছেদুর রহমান গত ৯ আগষ্ট মৃত্যু বরণ করেন। এ সময় প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, বীমা গ্রাহক শহিদুর রহমান, ব্যাঞ্চ ম্যানেজার সুমি রানী, পপি, নজিপুর অফিসের রানু খাতুন, মিরাজ, ইউনিট ম্যানেজার উত্তম কুমার দাস, এফএ বিথী রানী, মৌসুমী পারভীন, অঞ্জলী পাহান প্রমূখ। অনুষ্ঠানে ৪৫ জন কর্মীসহ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিএ/