রাজশাহীতে আওয়ামীলীগের জনসভা চলার সময় পুঠিয়া উপজেলা সৈনিক লীগের সভাপতির টাকা ও সেক্রেটারির মোবাইল চুরি হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) রাজশাহী মাদরাসা মাঠে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় তাদের পকেট থেকে টাকা ও মোবাইল চুরি হয়।
উপজেলা সৈনিক লীগের সেক্রেটারি সাইফুল ইসলাম জানান, জনসভা চলার সময় তারা মাদরাসা মাঠের মূল গেটের ভেতরে ছিলেন। এসময় ১৪ হাজার টাকা দামের অপ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তার কালো কোটের পকেট থেকে চুরি হয়ে যায়। তার বাড়ি পুঠিয়ার কানাইপাড়া গ্রামে।
অপরদিকে উপজেলা সৈনিক লীগের সভাপতি আকাশ আলীর পকেটে থাকা ৪ হাজার ২ শত টাকা চুরি হয়ে যায়। পরে তিনি তার মোবাইলে বিকাশ নিয়ে খরচের যোগান দেন। তার বাড়ি পুঠিয়ার বেলপুকুর এলাকায়। মোবাইল ও টাকা চুরির সময় তারা পাশাপাশি অবস্থান করছিলেন।
এদিকে সাইফুল ইসলাম জানান, তার মোবাইল সেট কেনা এক সপ্তাহও হয়নি। কে নিয়েছে বুঝতে পারছি কিন্তু কিছু বলতে পারছি না। তবে আগামীকাল সোমবার থানায় এবিষয়ে জিডি করা হবে।