1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
হাইতিতে অতর্কিত হামলায় তিন পুলিশসহ নিহত ৪ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

হাইতিতে অতর্কিত হামলায় তিন পুলিশসহ নিহত ৪

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

হাইতির রাজধানীতে পুলিশের ওপর সংঘবদ্ধ চক্রের অতর্কিত হামলায় তিন পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছে। শনিবার ন্যাশনাল পুলিশ এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। খবর এএফপিথর।

শুক্রবারের এ হামলায় এক পুলিশ কর্মকর্তা নিখোঁজ এবং অপর একজন মারাত্মকভাবে আহত হয়েছে।

রাজধানীর পেশনভিল এলাকায় পুলিশ দুস্থ এক ব্যক্তিকে সাহায্য করতে গেলে এ হামলা চালানো হয়।

হাইতিতে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে। এ প্রেক্ষিতে ২০২১ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট জুভেনিল মইজিকে হত্যার পর দেশটির স্থিতিশীলতা আরো হুমকির মুখে পড়ে।

দেশটির অধিকাংশ এলাকা শক্তিশালী ও সশস্ত্র সংঘবদ্ধ চক্রের নিয়ন্ত্রণে রয়েছে। তারা নিয়মিতই মুক্তিপণের জন্যে লোকজনকে অপহরণ করে।

দেশটির পুলিশ সকলের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছে, সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে লড়াইয়ে সকল প্রচেষ্টা চালানো হবে।

জাতিসংঘের তথ্যমতে, হাইতির পুলিশ বাহিনীতে বর্তমানে ১৩ হাজার সদস্য রয়েছে। প্রতি এক হাজার লোকের বিপরীতে পুলিশের সংখ্যা মাত্র একজন। সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে লড়াই করার জন্যে এ সংখ্যা অত্যন্ত কম।

মানবাধিকার গ্রুপগুলো বলছে, এসব চক্র বর্তমানে দেশটির অর্ধেকেরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST