বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে দুর্গাপুরে ৩০০ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর উপজেলা শাখা শুভসংঘের আয়োজনে উপজেলার আমগাছি সাহার বানু উচ্চবিদ্যালয় মাঠে আসহায় শীর্তাত নারী ও পুরুষদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, ফটো সাংবাদিক সালাহ উদ্দিন, নিউজ টুয়েন্টি টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি মতিউর মর্তুজা, কালের কণ্ঠ শুভ সংঘের দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আমিনুল হক টুলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কালের কণ্ঠের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি গোলাম রসুল, আমগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও আমগাছি মসজিদের প্রেস ইমাম আমিনুল ইসলাম, আমগাছি সংরক্ষিত আসনের ইউপি সদস্য জয়নব বেগম, ব্যবসায়ী শফিকুল ইসলাম,
আমগাছি বাজার কমিটির সদস্য আবুবক্কর, সমাজসেবক আব্দুল মমিন, শুভসংঘের সদস্য ও দুর্গাপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, দুর্গাপুর সাংবাদিক সমাজের সাধারণ সম্পাদক মিজান মাহী, সিনিয়র সহসভাপতি এসএম শাহাজামাল প্রমূখ।
বিএ/