কুয়াশা ও হারকাপানো শীতে বীপর্যস্থ হয়ে পরেছে উত্তরের জেলা নাটোরের বড়াইগ্রামে জনজীবন।
গেলো তিনদিন হলো সূর্যের দেখা না পাওয়ায় ও চারিদিকে অন্ধকারাচ্ছন্ন থাকায় জনজীবনে যেন স্থবিরতা নেমে এসেছে।
এতে করে দিনের অর্ধেক সময় বাজারে, রাস্তা ঘাটে দোকানপাঠ বন্ধ ও লোক শূন্য থাকছে। আর সন্ধ্যা নামতে যেন চারিপাশে নেমে আসে শুনশান নিরবতা।রাস্তাগুলো কুয়াশাচ্ছন্ন দেখা যায় না।
এ পরিস্থিতিতে কষ্ট পোহাতে হচ্ছে সব ধরনের মানুষের।কুয়াশার কারনে ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। খেটে খাওয়া মানুষেরা কাজে যেতে পারছে না, বাজারে লোক সমাগম না থাকায় ব্যবসায়ীদের বেচা কেনায় ভাটা পরে আছে। ভ্যান,অটো রিক্সা চালকরা রাস্তায় নামলেও যাত্রী না পাওয়ায় হতাশায় রয়েছে তারাও। শিক্ষার্থীদের সকালে স্কুল,কলেজে যেতে কষ্ট হচ্ছে।
এছাড়া নিম্ন বিত্তদের জন্য গরম কাপর প্রয়োজনের তুলনায় অপ্রতূল।আগুন জালিয়ে শীত নিবারন করছে মানুষ।
তবে পরিস্থিতি আরো দু একদিন থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস ।
বিএ/