সারাদেশের ন্যায় যথাযথ মর্যাদায় উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচী মধ্যে ছিল সূর্যাদয়ের সাথে সাথে চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, পতাকা উত্তালন, বীরমুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সংবর্ধনা প্রদান ও সর্বস্তরের জনসাধারনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা,স্কুলের ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেন।
বিজয় র্যালীটি পরিষদ চত্তর থেকে চারঘাট বাজার হয়ে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শেষ হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচীর উদ্ধোধন করা হয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহন ডিসিপ্লন, শারীরিক কসরত প্রদর্শনী হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৬ ডিসম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
মহান বিজয় দিবস অনুষ্ঠান শেষে বিকেলে সংগীত,কুইজ,নৃত্য,আবৃতি,চিত্রাংকন ও ৭ই মার্চের ভাষণ বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র একরামুল হক, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া,উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান, বারিন্দ মেডিকেলের সাবেক অধ্যক্ষ ডাঃ রফিকুল আলম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশল গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মদ ও চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলমসহ সরকারী কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
সন্ধ্যায় একটি মনাজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।