বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
বদলিকৃতদের মধ্যে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. একরামুল হককে আরএমপি রাজশাহীর সহকারী পুলিশ কমিশনার, নারায়ণগঞ্জ গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদকে র্যাবের সহকারী পুলিশ সুপার, এসপিবিএন ঢাকার সহকারী পুলিশ সুপার মো. মাহিন ফরাজীকে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ সুপার, র্যাবের সহকারী পুলিশ সুপার মো. আখিউল ইসলামকে দিনাজপুর হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার, যশোর মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামাল আল নাসেরকে একই জেলার নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার, যশোর ইমিগ্রেশন চেকপোস্টের সহকারী পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাতকে কেএমপি খুলনার সহকারী পুলিশ কমিশনার, সিএমপি চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার মো. কামরান হোসেনকে টাঙ্গাইল মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার, চট্টগ্রাম সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউর রহমানকে টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ৬ষ্ঠ এপিবিএন খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার মোহা. আব্দুর রকিব খানকে ময়মনসিংহের ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে পাঠানো হয়েছে।
এদিকে একই প্রজ্ঞাপনে সুনামগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূইয়াকে ঢাকা শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের (টিআর) সহকারী পুলিশ সুপার মো. আবু আশরাফ সিদ্দিকীকে ঢাকা ডিএসবির সহকারী পুলিশ সুপার, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার জয়ব্রত পালকে নীলফামারী ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার, র্যাবের সহকারী পুলিশ সুপার উৎপল কুমার রায়কে রংপুর সি-সার্কেলের সহকারী পুলিশ সুপার, ৮ম এপিবিএন ঢাকার সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানকে মৌলভীবাজার শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার, বিপিএ সারদা রাজশাহীর সহকারী পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজীরকে আরএমপি রাজশাহীর সহকারী পুলিশ কমিশনার, সিআইডির সহকারী পুলিশ সুপার মোস্তফা মনজুর মাহমুদকে এসবি ঢাকার সহকারী পুলিশ সুপার, র্যাবের সহকারী পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাতকে ডিএমপি ঢাকার সহকারী পুলিশ কমিশনার ও নৌ পুলিশ ঢাকার সহকারী পুলিশ সুপার মো. আফসার উদ্দিন খাঁনকে টাঙ্গাইল মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।
বিএ/