1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ফ্রান্স - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ফ্রান্স

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

ইতিহাস গড়তে পারল না আফ্রিকার সিংহ মরক্কো। কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে গেল আশরাফ হাকিমি-হাকিম জিয়েচরা।

ফলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন দিদিয়ের দেশমের দল টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করলো। অথচ পুরো ম্যাচেই বেশ দাপট দেখিয়ে খেলেছে অ্যাটলাস লায়নসরা।

বুধবার (১৪ ডিসেম্বর) ফিফা বিশ্বকাপের ২২তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে নিজেদের শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছিল মরক্কো। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ের বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে মরক্কোইয়ানরা। ফলে প্রথমই গোলের দেখা পেয়ে যায় ফরাসিরা।

পঞ্চম মিনিটে মরক্কোর ডি-বক্সে বল পেয়ে যান থিও হার্নান্দেজ। তার বা পায়ের বুলেট গতির শটে গোলকিপারকে ফাঁকি দিয়ে জালের টিকানা খুঁজে নেয়। এতে ফ্রান্স বেশ আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে। তবে পিছিয়ে পড়ে মরক্কোও পাল্টা আক্রমণে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে একের পর এক চেষ্টা করেও তেমন সুযোগ তৈরি করতে পারেননি তারা। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

বিরতির পর মাঠে নেমে আক্রমণের গতি বাড়ায় মরক্কো। বেশ কয়েকবার ভালো আক্রমণও করে তারা। কিন্তু ফরাসি ডিফেন্সের কাছে বারবার বাধাপ্রাপ্ত হয়ে হতাশা নিয়ে ফিরতে হয়। পুরো ম্যাচে দারুণভাবে বল দখলে নিয়ে খেলেও ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি মরক্কোর ফরোয়ার্ডরা।

তবে বড় ম্যাচে সুযোগ মিস করেননি ফ্রান্সের ফরোয়ার্ডরা। ৮০তম মিনিটে ভুলের খেসারত দেয় মরক্কো। উসমান দেম্বেলের বদলে মাঠে নামা কলো মুয়ানির গোলে ২-০ ব্যবধানে লিড নেয় ফরাসিরা।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST