1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে ৯টি দাবি জানাবে আ’লীগ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৯ জানয়ারী ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে ৯টি দাবি জানাবে আ’লীগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্ুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সফরকালে মেডিকেল বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণ কাজসহ ২৯ উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শনিবার দুপুরে নগরীর কুমারপাড়ায় অবস্থিত নগর আ’লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

খায়রুজ্জামান লিটন বলেন, ‘আগামী ২২ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সফরকালে নগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে দুপুর ২টায় এ জনসভার আয়োজন করা হচ্ছে। জনসভায় ৫ লাখ জন সমাগমের টার্গেট করা হয়েছে। মাদ্রাসা ময়দানসহ আশপাশের এলাকার জনসাধারণ অবস্থান নেবেন। ইতোমধ্যে জনসভা সফল করতে প্রচার প্রচারণাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি আরো বলেন, রাজশাহীবাসীর পক্ষ থেকে পুর্নাঙ্গ কৃষি বিশ^বিদ্যালয়সহ ৯টি উন্নয়ন ভাবনা প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে। যা রাজশাহীবাসীর প্রাণের দাবি। কৃষি বিশ^বিদ্যালয় স্থাপন ছাড়াও অন্য দাবিগুলো হলো, রাজশাহীতে একটি বালক ও একটি বালিকা সরকারি বিদ্যালয় স্থাপন, রাজশাহীতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, প্রস্তাবিত চামড়া শিল্প নগরী রাজশাহীতে স্থাপন, রাজশাহী বিমান বন্দরকে আর্ন্তজাতিক বিমান বন্দরে উন্নিত করা, রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সাংস্কৃতিক বলয় নির্মাণ, রাজশাহী থেকে ঢাকা বিরতীহীন একটি ট্রেন চালু করা, রাজশাহী থেকে কলকাতা ট্রেন চালু এবং রাজশাহী হতে নাটোরের আব্দুলপুর পর্যন্ত রেল লাইন ডুয়েল গেজে রুপান্তর করা।

রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও এক হাজার শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণকাজসহ ২৯টি উন্নয়ন কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে মহানগর পুলিশের নতুন ৮টি থানা উদ্বোধন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৮টি ভবনের মধ্যে ৭টি উদ্বোধন ও একটি ভিত্তিপ্রস্তর স্থাপন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের দুইটি উপকেন্দ্র্র নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, সিটি করপোরেশনের রাজশাহী-নঁওগা মহাসড়ক থেকে রাজশাহী-নাটোর মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়কের ফ্লাইওভার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পুঠিয়ায় বারনই নদীতে রাবার ড্যাম উদ্বোধন।

এছাড়াও গণপূর্ত বিভাগের আওতায় নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নগরী ও নওহাটায় দুইটি ফায়ার স্টেশন উদ্বোধন, স্থানীয় সরকার অধিদপ্তরের আওতায় নির্মিত রাজশাহী ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউট এবং চারঘাট ও গোদাগাড়ীতে তিনটি রাস্তার একটি উদ্বোধন ও দুইটি ভিত্তিপ্রস্তর স্থাপন, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের আওতায় নির্মিত পুঠিয়ার মাড়িয়অ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, এবং বেসরকারি শাহ মখদুম মেডিকলে কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, উপ-প্রচার সম্পাদক ইসতিয়াক আহমেদ লেমনসহ নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST