রাজশাহীর পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর প্রশাসক মমতাজুল আলম লাল্টু ও জিউপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মাষ্টারকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে পুঠিয়া সদরের ঝলমলিয়া থেকে মমতাজুল আলম লাল্টু ও জিউপাড়ার বিলমাড়িয়া থেকে শহিদুল ইসলাম মাষ্টারকে গ্রেফতার করে পুলিশ। পুঠিয়াগর মোল্লাপাড়া বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার করার একটি মামলায় তাদের গ্রেফতার করেছে পুলিশ।
তবে এ মামলায় তাদের নাম না থাকলেও তাদেরকে পুলিশ হয়রানি করতে গ্রেফতার করেছে বলে তাদের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, এই দুইজনকে নাশকতা মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিএ/