রাজশাহীর পুঠিয়ায় পাঁচ দিন থেকে প্রেমিকার হাত ধরে এক গৃহবধূ মরিয়ম বেগম (২২) নিখোঁজ রয়েছে। পুঠিয়ার ফকিরপাড়া স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয় সে।
পুঠিয়ার ফকির পাড়া এলাকার আবু তালেবের ছেলে আবু তাহেরের সাথে চারবছর আগে বিয়ে হয় ভালুকগাছি এলাকার বেন্নাতলারর বেলাল হোসেনের মেয়ে মরিয়ম বেগমের। গত ০৯ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টার দিকে তার স্ত্রী মরিয়ম বেগম বাড়ি থেকে বের হয়ে যায়। এসময় তাহের বাড়িতে ছিল না। বাড়িতে এসে আশেপাশে খুঁজে না পেয়ে পুঠিয়ার ভালুকগাছি বেন্নাতলায় শশুর বেলাল হোসেনের বাড়িতে খবর দেয়। দুই পরিবার মিলে তাকে খুঁজে না পেয়ে পরদিন ১০ নভেম্বর বৃহস্পতিবার থানায় একটি জিডি করা হয়।
তাহের জানায়, তার বাবা কাঠমিস্ত্রী। সে তার বাবার কাজে সহযোগিতা করে। ঘটনার দিন সন্ধ্যার পর বাড়িতে এসে স্ত্রীকে না পেয়ে তার খোঁজ করি। না পেয়ে কিছুক্ষণ পর শশুর বাড়িতে খবর দিই। পরদিন তার শশুর থানায় জিডি করে। তার স্ত্রী ঢাকার গুলিস্তান এলাকায় আছে বলে জানতে পেরেছে সে। তার সাথে দুইজন ছেলে রয়েছে বলেও সে জানায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, এব্যাপারে থানায় একটি জিডি হয়েছে। মহিলাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।