খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ওই যুবকের পরনে কালো রঙের জিন্স প্যান্ট ও আকাশি চেক শার্ট রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এসএম রকিবুল হক জানান, সকালে ধীরাশ্রম এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে অজ্ঞাত একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই এক যুবকরে মৃত্যু হয়। খবর পেয়ে সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ