রাজশাহীর চারঘাটে শেখ রাসেল জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরাল প্রাঙ্গনে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
র্যালীটি পরিষদ চত্বর থেকে চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও সোহরাব হোসেনের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি মানজুরা মুশাররফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক মাজদার রহমান,চারঘাট জোনাল অফিস ডিজিএম প্রকৌশলী রঞ্জন সরকার ও মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও কচি কচি ছোট কমোলমনের শিশু নিয়ে কেক কেটে এদিবস পালন করা হয়।
বিএ/