রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে দুর্গাপুর উপজেলায় সাধারণ সদস্য পদে আবুল কালাম আজাদ বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুম কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। দুর্গাপুরে ভোটারদের উপস্থিতি ছিলো শতভাগ। এই কেন্দ্রে মোট ভোটার ছিলো ১০৬ জন।
এ কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান।
সাধারন সদস্য পদে আবুল কালাম আজাদ বাচ্চু (তালা) প্রতীকে ৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সাহাদত হোসেন (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ২৫ ভোট। এছাড়া এডভোকেট শরিফুল ইসলাম (হাতি) প্রতীকে ২৪ ভোট, গোলাপ হোসেন (উটপাখি) প্রতীকে পেয়েছেন ১৩ ও রেজাউল করিম রেজা বৈদ্যুতিক (পাখা) প্রতীকে পেয়েছেন ৬ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান, ভোট গননা শেষে সাধারণ সদস্য পদে আবুল কালাম আজাদ বাচ্চুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
বিএ/