1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জে টিউমারে এসিড প্রয়োগ: ভুয়া চিকিৎসক ও সহযোগী গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে টিউমারে এসিড প্রয়োগ: ভুয়া চিকিৎসক ও সহযোগী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে অপারেশন থিয়েটারের বিভিন্ন সরঞ্জামসহ এসিড দিয়ে টিউমারের অস্ত্রোপচারের অভিযোগে ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

এসময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ওমরপুর খোঁচপাড়া গ্রামের কথিত চেম্বার আদর্শ চিকিৎসালয় থেকে ওই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৫ কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহফি তাহমিন তৌকীর।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার ওমরপুর খোঁচপাড়া গ্রামের মো. মাসুম আলী (৩২) ও তার সহযোগী শ্যামপুর টিকোশ গ্রামের মো. আব্দুল মতিন (২০)।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল বৃহস্পতিবার দুপুরে হানা দেয় ভুয়া ডাক্তারের কথিত চেম্বার আদর্শ চিকিৎসালয়ে।

এসময় অভিযানে তার বাড়ির গোপন কক্ষে একটি কথিত অপারেশন থিয়েটারের খোঁজ পাওয়া যায়। এসময় সেখান থেকে দুইটি প্রেসক্রিপশন প্যাড, এক সেট এনালগ বিপি মেশিন, একটি টুল বক্স, ১১টি কাচি, একটি ভুয়া প্রেসক্রিপশন, ওষুধ ক্রয়ের একটি ভাউচারসহ কথিত ভুয়া চিকিৎসক মো. মাসুম আলী ও তার সহযোগী আব্দুল মতিনকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দেশের কিংবা বিদেশের স্বীকৃত কোন মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসা বিষয়ে কোন ডিগ্রী অর্জন না করেই প্রতারণার আশ্রয় নিয়ে অননুমোদিতভাবে ডাক্তারি প্রেসক্রিপশন করে গরিব অসহায় রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে এক বছর ধরে ভুল চিকিৎসা দিয়ে আসছে।

সেইসাথে ওই ভুয়া ডাক্তার তার গোপন অপারেশন থিয়েটারে টিউমার গ্রেপ্তার অস্ত্রপচারের নামে এসিড প্রয়োগ করে এবং মোটা অংকের টাকা নিয়ে রোগীদের প্রতারণা করে আসছে। র‍্যাব সরেজমিনে তদন্তকালে এর সত্যতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST