নাটোরে পৃথক দুটি অভিযানে ৫২শ লিটার চোলাই মদসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নাটোর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১১ অক্টোবর) ভোরে নাটোর সদর উপজেলার টলটলিয়াপাড়া ও লক্ষিপুর খোলাবাড়ীয়া কালিতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত দূর্গা চরন পাহানের ছেলে চরন পাহান (৪০), মৃত সুদল পাহানের ছেলে চিরুনিল পাহান (৪০), শ্রী কালী পাহানের ছেলে সোনা মণ্ডল (৪২), উভয় শ্রী শান্ত পাহান (৩৮) এবং শ্রী সুধির মণ্ডলের ছেলে শ্রী সন্দপ পাহান (৪০)।
র্যাব নাটোর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার টলটলিয়াপাড়া ও লক্ষিপুর খোলাবাড়ীয়া কালিতলা গ্রামে র্যাবের নেতৃত্বে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫২শ লিটার চোলাইমদ জব্দ এবং সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাা করা হয়েছে।
বিএ/