নওগাঁয় ধর্ষণ ও ধর্ষণচেষ্টা মামলার পলাতক দুই আসামিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
রোববার (০২ অক্টোবর) রাতে পাবনা জেলার সদর থানার দুককুলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পরে সোমবার (০৩ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন, পাবনা জেলার সদর থানার পীরপুর গ্রামের শুকুরের ছেলে রাকিব (১৯) ও গয়েশপুর গ্রামের ফরজের ছেলে তারেক (২০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিমের স্বামী, আটক রাকিব ও তারেক সম্পর্কে বন্ধু। গত এক-দেড় মাস থেকে স্বামী বাড়িতে না আসার কারণে তার খোঁজ নেওয়ার জন্য ভুক্তভোগী রাকিবের সঙ্গে ফোনে যোগাযোগ করেন।
এ সময় রাকিব তাকে জানান যে তার স্বামীর খবর তাদের কাছে আছে। এর পর আগস্ট মাসের ১৬ তারিখ সকালে তারা নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার আলতাবের বাড়িতে ভিকটিমের ভাড়া বাসায় আসেন। সেখানে ভিকটিমকে তারা কৌশলে টাইগার (কোমল পানীয়) এর সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। এর পর ভিকটিমের ঘুম ঘুম ভাব আসলে তাকে ঘরে নিয়ে ধর্ষণ করেন রাকিব। এ সময় তারেক ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
এমন অবস্থায় স্থানীয় লোকজন সেখানে চলে আসলে তারা কৌশলে পালিয়ে যান। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য ভিকটিমকে নওগাঁর সদর হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসা শেষে এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি মামলা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোববার রাতে বিশেষ গোয়েন্দা ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে পাবনা জেলার সদর থানার দুককুলা গ্রামে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার বিষয়টি স্বীকার করেছেন। পরে তাদের নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএ/