নওগাঁর মহাদেবপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাট চকগরী এলাকায় পীড়ার মোড় এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহত সাজ্জাদ আলী আকন্দ (৫০) পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের বামইন তকিপুর গ্রামের হাসান আলী আকন্দের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, সকাল সাড় ১০ টার দিকে সাজ্জাদ আলী আকন্দ মাটরসাইকেল চালিয়ে নওহাটা মোড়ের দিক থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথিমধ্য দুর্ঘটনাস্থলে পৌঁছালে সাপাহার থেকে নওগাঁ গামী একটি দ্রতগামী বাস তাকে পেছন দিক থেকে চাপা দেয়।
এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে বাসটি তার উপর দিয়ে চলে যায়। এত ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি পালিয় যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বিএ/