বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ মুরশেদুল কবীর।
বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন তিনি।
এ সময় সফরসঙ্গী অগ্রণী ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মহোদয়ের একান্ত সচিব মোঃ মনিবুর রহমান (উপ-মহাব্যবস্থাপক), উপস্থিত ছিলেন রাজশাহী সার্কেলের মহা-ব্যবস্থাপক শামিম উদ্দিন আহমেদ, রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এসএম মোস্তফা-ই-কাদের।
এছাড়াও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড রাজশাহীর অন্যান্য নির্বাহীবৃন্দ এবং নগর ভবন শাখার শাখা ব্যবস্থাপক ওয়াহিদা ইয়াসমিন সহ শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিএ/