নিজস্ব প্রতিবেদক :
নাটোর জেলার লালপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে জড়িত থাকার দায়ে ১০ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। সেই সাথে সরকারী কাজে বাধা দানের অভিযোগে হাসান আলী, সোহেল রানা ও কলসনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস রুনাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর নাটোর সিপিসি-২ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নাটোরের লালপুর থানাধীন চাঁদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিছু পরীক্ষার্থীর কাছে চলমান রসায়ন পরীক্ষার ফাঁসকৃত প্রশ্ন থাকতে পারে। বিষয়টি জানতে র্যাব ওই কেন্দ্রের আশেপাশে অবস্থান নেয়। এরপর সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে দুটি সিএনজি থেকে ৯জনকে প্রশ্নপত্রসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরেক পরীক্ষার্থীকে আটক করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়, ফেসবুক গ্রুপের মাধ্যমে তারা ম্যাসেঞ্জারে প্রশ্নপত্র সংগ্রহ করে। এসব প্রশ্নের জন্য ৩০০ টাকা পরিশোধ করতে হতো এ্যাডমিনকে। তার বিষয়েও তদন্ত চলছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মর্তুজা ১০ জন প্রশ্নপত্র ফাঁসকারী এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করেন এবং শিক্ষিকাসহ আটক ৩ জনকে থানা পুলিশের হাতে সোপর্দ করার নির্দেশ দেন।
খবর২৪ঘণ্টা/এমকে