1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পাবনায় আন্ত জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

পাবনায় আন্ত জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে আন্তজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পাবনা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ব্যবহৃত মাইক্রোবাস ও পুলিশের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী।

তিনি বলেন গত (২৫ আগস্ট) বেলা ১১টার সময় মো. শরিফুল ইসলাম জনতা ব্যাংক কাশিনাথপুর শাখা থেকে ৮ লাখ টাকা নিয়ে ভ্যানযোগে যাত্রা করেন। ভ্যানটি আমিনপুর শামাধীন নান্দিয়ারা গ্রামে কবরস্থানের পাশে পাকা রাস্তার ওপর পৌঁছানো মাত্র একটি সাদা মাইক্রোবাস ভ্যানের গতিরোধ করে দাঁড়ায়। মাইক্রোতে থাকা ব্যক্তিরা নিজেদের ডিবি পরিচয় দিয়ে গাড়িতে তুলে নিয়ে তার কাছে থাকা নগদ ৮ লাখ টাকা ছিনতাই করে চলে যায়।

ভুক্তভোগী আমিনপুর থানায় মামলা দায়ের করলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. মাসুদ আলমের নেতৃত্বে ও এসআই অসিত কুমার বসাকসহ ডিবির একটি টিম ৩ দিন যৌথ অভিযান পরিচালনা করে ৬ ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ উল্লাপাড়ার মৃত মোক্তার হোসেনের ছেলে মো. মাসুদ করিম (৪৭) ও মধ্যপাড়া মৃত সাবের প্রামানিকের ছেলে আরিফুল ইসলাম (৩২), পশ্চিমপাড়ার নান্নু মিয়ার ছেলে আরিফ (৩৩), চর পাঙ্গারুর আব্দুল কাদের ছেলে মাসুদ মিয়া (২৯), শাহজাদপুর চর আঙ্গারুর আব্দুল শুকুরের ছেলে শরিফুল ইসলাম (৩৮) এবং ভোলা দুলারহাট নুরাবাদ মৃত আহমেদের ছেলে হোসেন (৩৫)।

তাদের ৬ জনের বিরুদ্ধে অপহরণ, ছিনতাই, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১৯টি মামলা রয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team