নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে বেলাল মিয়াজী(৪৫)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন সেলিম নামের আরেক কৃষক।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ভবানীপুর বিলে এ ঘটনা ঘটে।
নিহত বেলাল মিয়াজী উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আলহাজ হোসেন আলীর ছেলে।আহত সেলিম একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে ভবানীপুর বিলে ধানের জমিতে কাজ করছিলো বেলাল পাশের জমিতে সেলিমও কাজ করছিল। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেলালের আহত হয় সেলিম।
পরে তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিএ/