1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কিশোরগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, আসামি দেড়-হাজার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, আসামি দেড়-হাজার

  • প্রকাশের সময় : রবিবার, ৪ সেপটেম্বর, ২০২২

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৩৮ বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখসহ ১ হাজার ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক শাহ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

উপ-পরিদর্শক শাহ কামাল জানান, শনিবারের ওই ঘটনায় নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আটক ২৩ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন বলেন, শনিবারের ওই ঘটনায় হামলা ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে মামলাটি করা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১৩৮ জনকে চিহ্নিত করা হয়েছে।
এ কারণে তাদের নাম আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এ মামলায় মোট আসামি দেড় হাজারের মতো।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST