কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৩৮ বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখসহ ১ হাজার ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক শাহ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
উপ-পরিদর্শক শাহ কামাল জানান, শনিবারের ওই ঘটনায় নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আটক ২৩ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন বলেন, শনিবারের ওই ঘটনায় হামলা ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে মামলাটি করা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১৩৮ জনকে চিহ্নিত করা হয়েছে।
এ কারণে তাদের নাম আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এ মামলায় মোট আসামি দেড় হাজারের মতো।
বিএ/