1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চারঘাটে ঝুঁকিপূর্ণ শতবর্ষী বটগাছ অপসারণের দাবি স্থানীয় দোকান মালিকদের - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৫ জানয়ারী ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

চারঘাটে ঝুঁকিপূর্ণ শতবর্ষী বটগাছ অপসারণের দাবি স্থানীয় দোকান মালিকদের

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

রাজশাহীর চারঘাটে হলিদাগাছি খুদির বটতলা নামক স্থানে স্থানীয় দোকান মালিকদের দাবী প্রায় একশত বছরের ঝুকিপূর্ণ পুরাতন বটগাছ কেটে অপসারণের। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিস ও মেয়র পৌরসভা বরাবর আবেদন করেছেন স্থানীয় দোকান মালিক সোহেল রানা।

সোহেল রানা বলেন, আমার বসতবাড়ী সংলগ্নে খুদির বটতলা বাজারে সড়কের পাশে খালের জমিতে পুরাতন বটগাছ রয়েছে, তবে অনেক আগে আগুনে পুড়ে একাংশ ক্ষতিগ্রস্থ হয় এবং চারঘাট-বানেশ্বর হাইওয়ে রাস্তা তৈরীর সময় বিদ্যুৎ এর খুটি ও তারের লাইন সংযোগে উত্তর এবং পূর্ব পাশে বটগাছ সবগুলো ডাল কাটা হয়েছে ফলে ভারসাম্যহীনভাবে পশ্চিম পাশে ২/৩টি ডাল নিয়ে অতি ঝুকিপূর্ণ পুরাতন বটগাছটি বিদ্যমান আছে।

যে কোন সময়ে গাছটি উপড়ে পড়ে যেতে পাড়ে এবং আমার বাড়ীঘর,বাজারের দোকান ও জনমালের মারাত্বক ক্ষতি হতে পারে।

এদিকে দোকান মালিক ইমাল হক ও ইলিয়াস জানান,সড়কের পাশে র্দীঘদিনের ঝুকিপূর্ণ পুরাতন বটগাছ কেটে অপসারন করা না হলে যেকোন মূহুতে দুর্ঘটনা ঘটতে পারে। অতিশীঘ্রই গাছটি অপসারন করার দাবী জানান।

এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বিধি মোতাবেক নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST