রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে অনশনের পর কলেজছাত্রীর সাথে স্কুলছাত্রের বিয়ে দেয়া হয়েছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার রাত আড়াইটার দিকে পুঠিয়ার চক ধাদাস গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে রাত ৮টার দিকে প্রেমিকের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই কলেজছাত্রী।
প্রেমিক চকধাদাস গ্রামের সিজানুর রহমানের (১৬) চকধাদাস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। প্রেমিকা বাবুল আলীর মেয়ে শিউলি খাতুন (১৯) বিড়ালদহ কলেজের ছাত্রী ।
জানা গেছে, সিজানুরের সাথে শিউলির তিন বছর ধরে প্রেম চলছিল। শুক্রবার রাত ৮টার দিকে প্রেমিকের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করেন তিনি। পরে গভীর রাতে এলাকাবাসীর উপস্থিতিতে তাদের বিয়ে হয়।
প্রেমিকা শিউলি জানান, সিজানের বাড়ির পাশে তার খালার বাড়ি। সেই সূত্রে তাদের পরিচয় ও প্রেম হয়। গত তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল।
স্থানীয় ইউপি সদস্য লতিফুল ইসলাম জানান, শুক্রবার রাতে মেয়েটি ছেলের বাড়িতে গেলে ছেলেটি পালিয়ে যায়। পরে তাদের উভয় পরিবার বিয়েতে সম্মতি দিলে ছেলেটাকে মোবাইল করে ডেকে আনা হয়। রাত আড়াইটার দিকে এক লাখ ২০ হাজার টাকার দেনমোহর নির্ধারণ করে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশ ঘটনাস্থলে যায়। উভয় পক্ষ বিয়েতে সম্মত দিলে পরে পুলিশ ফিরে আসে।
বিএ/