1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সিরাজগঞ্জে পাসপোর্ট অফিসের ৪ দালাল আটক - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

সিরাজগঞ্জে পাসপোর্ট অফিসের ৪ দালাল আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে নগদ ২৫ হাজার ৭৭০ টাকা, ১১টি ই-পাসপোর্ট আবেদন ফরম ও চারটি মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশের সরাপপুর গ্রামের সমশের আলীর ছেলে ইমন আলী (২৫), শাহজাদপুর উপজেলার চরনরীনা গ্রামের জিনাত আলী মোল্লার ছেলে শহিদুল ইসলাম (৩৮), সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের মৃত আব্দুল করিম খানের ছেলে আব্দুস সালাম খান (৫০) ও মালশাপাড়া মহল্লার আলাউদ্দিনের ছেলে আনন্দ হাসান (২৬)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সোমবার (৮ আগস্ট) বিকেলে শহরের পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরে আটকরা স্বীকার করেন যে তারা পাসপোর্ট অফিসের দালাল চক্রের সক্রিয় সদস্য।

ওসি আরও বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST