1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চল্লিশের পর আরও ১০ এসপিকে বদলির আদেশ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন

চল্লিশের পর আরও ১০ এসপিকে বদলির আদেশ

  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২

দেশের আরও ১০ জন পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। তারা দেশের বিভিন্ন জেলায় এসপি পদে কর্মরত ছিলেন। জেলার দায়িত্ব থেকে সরিয়ে এই পুলিশ সুপারদের নতুন দপ্তরে দায়িত্বে দেওয়া হয়েছে।

বুধবার (৩ আগস্ট) রাষ্ট্রপতির পক্ষে ১০ এসপির বদলির আদেশে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

১০ জেলা হলো মুন্সীগঞ্জ, পঞ্চগড়, খাগড়াছড়ি, চুয়াডাঙ্গা, মাগুরা, শেরপুর, বরগুনা, সাতক্ষীরা, ঝালকাঠি ও বান্দরবান।

এর আগে বুধবার সকালে পৃথক এক প্রজ্ঞাপনে আরও ৪০ পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়। পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন- ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে সিলেট, জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞাকে ময়মনসিংহ, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে নারায়ণগঞ্জ, ডিএমপির ডিসি ওয়াহিদুল ইসলামকে বরিশাল, গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে চট্টগ্রাম, পুলিশ সদরদপ্তরের এআইজি মীর আবু তৌহিদকে রাঙ্গামাটি, ডিএমপির ডিসি মো. মাহফুজুল ইসলামকে কক্সবাজার, লালমনিরহাটের কমান্ড্যান্ট মো. মাহফুজ্জামান আশরাফকে লক্ষ্মীপুরে এসপি করা হয়েছে।

খুলনার মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ এহসান শাহকে সুনামগঞ্জ, নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুনসীকে পাবনায়, ডিএমপির ডিসি সাইফুল হককে শরীয়তপুর, ডিএমপির ডিসি মোহাম্মদ আশিকুর রহমানকে ঝিনাইদহ, পুলিশ সদরদপ্তরের এআইজি সাদিরা খাতুনকে নড়াইলে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি আব্দুল্লাহ আল মামুনকে চুয়াডাঙ্গার এসপি করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের এআইজি মো. আরিফুর রহমান মন্ডলকে সিরাজগঞ্জ, এসবির মনিরুজ্জামানকে সাতক্ষীরা, ডিএমপির ডিসি শাহ ইফতেখার আহমেদকে দিনাজপুর, পুলিশ টেলিকমের মোহাম্মদ সাইফুল ইসলামকে লালমনিরহাট, এসবির মুহাম্মদ রাশিদুল হককে নওগাঁ, এসবির মো. ফয়েজ আহমেদকে নেত্রকোনার পুলিশ সুপার করা হয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST