চরমোনাই পীরকে নেতা মানতে বিএনপিকে আহ্বান
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির বক্তব্যের সঙ্গে কথা কাজের মিল নাই। তারা দুর্নীতি করে মিথ্যাচার করে।
বিএনপির দ্বারা আন্দোলন সম্ভব নয়, বিএনপিকে চরমোনাই পীরকে নেতা মেনে চুরি ডাকাতি না করার প্রতিশ্রুতি দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২৯ জুলাই) গুলিস্তানে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার বিদেশিদের দিয়ে ক্ষমতা দখল করতে চায়, আমরা জনগণের আস্থা ও ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই। সিইসি পুতুল, তার কাছে যাওয়া মানে সময় নষ্ট করা।
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, রাতের ভোটের আবিষ্কারক ও স্বীকৃতিদাতা আগের প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। তার বিরুদ্ধে আন্দোলন হওয়া উচিত। সুত্র-সময় নিউজ.টিভি
বিএ/