খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকায় বায়তুল মামুর জামে মসজিদের ছয়তলা থেকে লাফিয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণ হোসাইন (২২) ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছেন পুলিশ।
গতকাল বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সামিউল হক জানান, তরুণ হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং তিনি এফ রহমান হলে থাকতেন। তবে তরুণ হোসাইন কেন ‘আত্মহত্যা’ করেছেন, এখনো জানা যায়নি বলে জানান তিনি। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান এই কর্মকর্তা।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন মিয়া জানান, গতকাল দুপুর ১২টার পর ক্লাস শেষ করে হাজারীবাগের ওই মসজিদের দিকে চলে আসেন তিনি। এ সময় তাঁর মোবাইল ফোনটিও তাঁর হলে রেখে আসেন তিনি। তারপর ৩টার দিকে তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তরুণ মারা যান বলেও জানান এই কর্মকর্তা।
নিহত তরুণের মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হাজারীবাগ থানা পুলিশ।
তরুণ হোসাইনের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। তাঁর বাবার নাম আবদুল বারিক।
খবর২৪ঘণ্টা.কম/রখ