নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজা বাতিল ও মুক্তির দাবিতে রাজশাহী মহানগরীতে প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছে বিএনপি। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগর বিএনপির দলীয় কার্যালয়ের এ সামনে এ প্রতীকী অনশন কর্মসূচী পালন করে নগর বিএনপি।
অনশনে উপস্থিত ছিলেন, রাসিকের মেয়র ও এমপি এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাসিকের মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন।
এ ছাড়া বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি নেতাকর্মীরা সকাল থেকেই না খেয়ে অনশন কর্মসূচী পালন করেন। পরে বিকেল ৫টার দিকে তারা অনশন ভাঙ্গেন।
খবর২৪ঘণ্টা/এমকে