1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিশ্বে করোনায় আরও দেড় হাজার মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় আরও দেড় হাজার মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ১৪৩ জন। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৪৮৮ জনের।

বুধবার (৮ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ২৩৬ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ২৩ হাজার ২৫৭ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে ১২৪ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ২৭ জন। একই সময়ে উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৭৩০ জন এবং এ পর্যন্ত করোনা মহামারিতে দেশটিতে আক্রান্ত ৪১ লাখ ৯৮ হাজার ৮৯০ জন এবং মৃত্যু হয়েছে ৭১ জনের।

জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের। দেশটিতে মহামারিতে এ পর্যন্ত আক্রান্ত ২ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৩৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৭৯৩ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩১৯ জন এবং শনাক্ত হয়েছে ৭৭ হাজার ৯৬৪ জনের। ইতালিতে আক্রান্ত ২৮ হাজার ৮২ জন এবং মৃত ৭০ জন। রাশিয়ায় আক্রান্ত ৩ হাজার ২৬৯ জন এবং মৃত্যু ৭৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৬ হাজার ১৭২ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ১১ হাজার ৬২৭ এবং মৃত্যু হয়েছে ৭৪ জনের। দেশটিতে মহামারিতে এ পর্যন্ত আক্রান্ত ২ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৪১৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৫৯১ জনের। ব্রাজিলে মৃত ২৯৪ জন এবং আক্রান্ত ৭১ হাজার ৪৫ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৪৭ জন এবং আক্রান্ত ৩১ হাজার ২০১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST