দুর্গাপুরে শ্যালো মেশিন চালিত ভুটভুটি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত ওই কিশোরের নাম নয়ন আলী (১৮)। সে উপজেলার বর্দ্ধনপুর গ্রামের আলতাব আলীর ছেলে।
সোমবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বর্দ্ধনপুর মজিবরের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বর্ন্ধনপুর নিজ বাড়ি থেকে নয়ন আলী তার মোটরসাইকেল যোগে উপজেলার আমগাছি বাজারের দিকে যাচ্ছিলো। পথে বর্দ্ধনপুর মজিবরের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কলা বহনকৃত শ্যালো মেশিন চালিত ভুটভুটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওই ভুটভুটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী নয়ন।
সড়ক দুর্ঘটনার নিহতের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএ/