রাজশাহী নগরীতে মসজিদের তার চুরির প্রতিবাদ করায় ইমাম মুফতি মামুনুর রশিদ (৩৫) উল্টো চোরদের হাতে মারধরের শিকার হয়েছে।
মামুনুর রশিদ চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম হেদায়েতুল আঞ্জুমান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।
এ তথ্য নিশ্চিত করে মসজিদ কমিটির সদস্য জামাল উদ্দিন বলেন, রবিবার(৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে মসজিদের বৈদ্যতিক তার কেটে নিয়ে ওই এলাকার ইমন (১৬), শিশির (১৪) ও আকিবুল (১৮) নামের তিনজন চোর। চুরি যাওয়া তারগুলো ৮০০ টাকায় বিক্রি করে নগরীর ছোটবনগ্রাম পাওয়ার হাউস মোড় এলাকার মিজানুর রহমান নামে ভাংড়ি ব্যবসায়ীর দোকানে।
এলাকাবাসীর অভিযোগ, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ভাংড়ির ব্যবসার সাথে জড়িত। তার অধিকাংশ ভাংড়ির মালামালই আসে সংঘবদ্ধ চোরের নিকট থেকে। এসব সংঘবদ্ধ চোর সিন্ডিকেট নিয়ন্ত্রণকারীও তিনি। অভিযোগ রয়েছে, শহরের বিভিন্ন স্থানে চুরি যাওয়া মালামাল কম মুল্যে ক্রয় করেন তিনি।
এ বিষয়ে ভাংড়ি ব্যবসায়ী মিজানের কাছে জানতে চাইলে প্রতিবেদককে উল্টো হুমকি প্রদান করেন।
জানাযায়, গতকালের বৈদ্যুতিক তার চুরির বিষয়ে চোরদের ডেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে ওই তিন চোর ক্ষিপ্ত হয়। পরে ইমামের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়।
এ ঘটনায়, মসজিদ কমিটির সদস্য ও ইমাম চন্দ্রিমা থানায় অভিযোগ করলে পুলিশ তাঁদের গ্রেফতার করে।
এ ব্যাপারে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান আলী বলেন, মসজিদ কমিটির পক্ষ থেকে পাওয়া অভিযোগের প্রেক্ষিতে ওই তিন চোরকে গ্রেফতার করা হয়। পরে স্বজনেরা ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিলে গ্রেফতারকৃত চোরদের ছেড়ে দেওয়া হয়েছে।
বিএ/