ইসরায়েলে ‘সন্ত্রাসী’ হামলায় দুই পুলিশ নিহত হয়েছে। এ ছাড়া পুলিশের গুলিতে হামলাকারীরাও নিহত হয়েছে।
রোববার (২৭ মার্চ) দেশটির উত্তরাঞ্চলীয় শহর হাদেরায় এ ঘটনা ঘটে।
এক বিবৃতিতে পুলিশ জানায়, দুই সন্ত্রাসী হাদেরার হার্বার্ট স্যামুয়েল সড়কে এসে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এতে দুই পুলিশ কর্মকর্তা মারা যায়।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে নিযুক্ত পুলিশের বিশেষ বাহিনীর সঙ্গে ছোট বন্দুকযুদ্ধ চালিয়ে আক্রমণকারীকে নিষ্ক্রিয় করা হয়।
ওই অঞ্চলের ডেপুটি পুলিশ কমান্ডার দুদু বোয়ানি সাংবাদিকদের বলেন, দুই পুলিশ কর্মকর্তা হামলার শিকার হন। হামলাকারীদের গুলি করে হত্যা করা হয়েছে।
জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ম্যাগেন ডেভিড অ্যাডম বলেন, হামলায় দুই ইসরায়েলি নিহত হয়। এ ছাড়া চারজনকে হাসপাতালে নেওয়া হয় এবং আরও দুজনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ২২ মার্চ ছুরিকাঘাতে এবং গাড়ির ধাক্কায় চার ইসরায়েলিকে হত্যা করে একজন ইসরায়েলি আরব। তিনি একবার ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে সমর্থন করার জন্য কারাবন্দি হয়েছিলেন।
সূত্র : এএফপি
বিএ/