ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাতে গিয়ে সাপের কামড় খেয়ে মাজ সাঈদ নামে এক যুবক হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভারতের কর্ণাটক রাজ্যের ওই যুবককে গোখরা দংশন করেছে বলে জানিয়েছে এনডিটিভি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কর্ণাটক রাজ্যের ওই যুবকের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সে সাপ নিয়ে নানান কসরত দেখায় এবং সেগুলোর ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা। সম্প্রতি ৩টি গোখরা নিয়ে কসরত দেখাচ্ছিলেন সাঈদ, ধারণ করা হচ্ছিল সেই ভিডিও। সাপগুলোর সামনে বসে নানান অঙ্গভঙ্গি করছিলেন তিনি। মুহুর্তেই ঘটে যায় বিপত্তি। বিষধর একটি গোখরা তার পায়ে কামড় বসিয়ে দেয় এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।
সাপের কামড়ের সেই ভিডিও টুইটারে শেয়ার করেছেন ভারতের ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা। তিনি বলেছেন, গোখরা নিয়ে এভাবে খেলা মোটেও ঠিক নয়, এতে তার মৃত্যুও হতে পারতো।
স্নেকবাইট হিলিং এন্ড এডুকেশন সোসাইটির প্রেসিডেন্ট প্রিয়াঙ্কা কদম ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সাঈদ এখন হাসপাতালে ভর্তি। তাকে ৪৬টি অ্যান্টি-ভেনম ভায়াল প্রয়োগ করা হয়েছে। সূত্র: এনডিটিভি
বিএ/