1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রুশ বাহিনীর বিরুদ্ধে তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

রুশ বাহিনীর বিরুদ্ধে তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ মারচ, ২০২২

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল (ইউএনএইচআরসি) ইউক্রেনে চলমান সামরিক অভিযানে রুশ বাহিনী মানবাধিকার বিরোধী কোনো কর্মকাণ্ডে যুক্ত আছে কিনা তা তদন্তের ঘোষণা দিয়েছে।

শুক্রবার (৪ মার্চ) কাউন্সিলের সাধারণ অধিবেশনে ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তদন্ত করতে ৩ সদস্যের একটি উচ্চ পর্যায়ের দল গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। এতে ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের ৪৭ সদস্যরাষ্ট্রের মধ্যে ৩২টি রাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, ১৩টি রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত থাকে। এই প্রস্তাবের বিপক্ষে দুটি রাষ্ট্র ভোট দিয়েছে।

এ সম্পর্কে জাতিসংঘের ইউক্রেন প্রতিনিধি বলেন, যারা সত্যের পক্ষে ভোট দিয়েছেন তাদের সবাইকে ইউক্রেনবাসীর পক্ষ থেকে ধন্যবাদ।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও রাশিয়া বলছে, তাদের ৪৯৮ সৈন্য নিহত হয়েছে।

এ ছাড়া রুশ হামলায় ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত এবং প্রায় ৩ হাজার ৭০০ জন আহত হয়েছে বলেও দাবি রাশিয়ার। সূত্র: এএফপি
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST