1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ইউক্রেনে দ্বিতীয় দিনেও চলছে তুমুল লড়াই - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জানয়ারী ২০২৫, ০:২৩ পূর্বাহ্ন

ইউক্রেনে দ্বিতীয় দিনেও চলছে তুমুল লড়াই

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্ুয়ারী, ২০২২

ইউক্রেনে দ্বিতীয় দিনেও চলছে নিরাপত্তা বাহিনীর তুমুল লড়াই। রাজধানী কিয়েভসহ বেশ কিছু জায়গায় চলছে দফায় দফায় বিস্ফোরণ। বাড়ছে লাশের মিছিল। শুরু থেকে এ পর্যন্ত ২০৩টি হামলা চালিয়েছে রাশিয়া। ১৩৭ জন ইউক্রেন সেনার নিহত হয়েছে বলে জানা গেছে।এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সিএনএন জানায়, শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারি) কিয়েভে তিনটি বিস্ফোরণ ঘটায় রাশিয়া।

ইউক্রেনের ইউনিয়ান সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির সাবেক উপ-স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টন হেরাশচেঙ্কো বলেছেন, তিনি দুটো বিস্ফোরণের খবর পেয়েছেন। তিনি আরও জানান, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সম্ভবত।

তবে ইউক্রেনের সামরিক বাহিনী বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি ।

এদিকে, রাশিয়ান ও ইউক্রেনীয় বাহিনী বৃহস্পতিবার কিয়েভের উত্তর উপকণ্ঠে একটি বিমান ঘাঁটির জন্য লড়াই করছিল। কয়েক ডজন হামলার পর বেলারুশ থেকে রাজধানী অভিমুখে আসতে শুরু করে হেলিকপ্টার। রাশিয়ান বিমানবাহী সেনারা গোস্টোমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণ দখল করেছে।

তবে ইউক্রেনের নেতা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভিডিও বার্তায় বলেন, গোস্টোমেলে শত্রু প্যারাসৈন্যদের অবরুদ্ধ করা হয়েছে এবং তাদের ধ্বংস করতে সৈন্যদের আদেশ দেওয়া হয়েছে।

এর আগে এএফপির সাংবাদিকরা উত্তর দিক থেকে হেলিকপ্টারগুলোকে শহরের ওপর দিয়ে উড়তে দেখেছিলেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনি বলেন, গোস্টোমেল বিমানঘাঁটির জন্য লড়াই চলছে।

সূত্র: বিবিসি

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST