রাজশাহীর পুঠিয়ায় মা পারুল বেওয়া (৫৫) কে মুখে আঘাত করে ও গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে ছেলে মিজান (২৫)।
পুলিশ ওই মহিলার লাশ উদ্ধার করে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠিয়েছেন।
গত বুধবার দিবাগত রাতে পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের সরিষাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন জানান, বুধবার রাতের খাবার পর মা ঘরে যান। এরপর গভীর রাতে বাড়ির টিউবওয়েলের কাছে মায়ের লাশ দেখতে পাই। পরে থানায় খবর দিলে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ছেলে আনোয়ার হোসেন থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে অজ্ঞাত ব্যক্তির দ্বারা তার মা খুন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে পুলিশ মাকে হত্যার দায়ে সন্দেহজনকভাবে ছেলে মিজানকে আটক করেছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান,খবর পেয়ে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। মাকে হত্যার সাথে জড়িত সন্দেহে তার ছেলেকে আটক করা হয়েছে।