রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থীকে হারিয়ে বড় জয় পেয়েছেন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক দুলাল। তিনি ৩০৮৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) স্থগিত হওয়া একটি ভোট কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হয়। এতে মোট ১২৭২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক দুলাল (আনারস)। ৯৬৩৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ নৌকা।
জানা গেছে, ইউপি নির্বাচনের পন্ঞ্চম ধাপে গত ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয় ওই ইউনিয়নে। ভোট গ্রহণ চলাকালে ১১ টার দিকে নৌকা প্রতীকের লোকজন দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে জোর করে প্রবেশ করেন। পরে তারা বিভিন্ন বুথ ও নৌকা প্রতীকের ব্যালট পেপারে সিল মারার অভিযোগ উঠে।
এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক দুলালের লোকজন প্রতিবাদ করলে ওই ভোট কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন।
ওই একটি কেন্দ্র বাদে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক দুলাল (আনারস) ২০০১ ভোট বেশি পেয়ে এগিয়ে ছিলেন।
বিএ/