খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ইতালির রোম থেকে ভ্যাটিকান সিটিতে গিয়ে পোপ ফ্রান্সিসের সাথে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে গার্ড অব অর্নার দেওয়া হয়েছে।
এর আগে, হোটেল পার্কো ডি প্রিনসিপি থেকে স্থানীয় সময় সোমবার সকাল ১০টায় বের হন শেখ হাসিনা।
স্থানীয় সময় গতকাল রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিট) রোমের লিওনার্দো দা ভিঞ্চি-ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০টা ৫ মিনিটে ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন প্রধানমন্ত্রী।
ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এবং আইএফআইডির সহ-সভাপতি ক্লডিয়া রিচার্ড বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে প্রধানমন্ত্রীকে ইতালির পার্কো ডি প্রিনসিপি গ্রান্ড হোটেলে নিয়ে যাওয়া হয়।
ইতালি আওয়ামী লীগের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ