দুর্গাপুরে পুলিশি বাঁধায় ছাত্রদলের কমিটি গঠন স্থগিত হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শনিবার(২২জানুয়ারী) উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির আহবায়ক ইমন আহম্মেদ সুমনের সভাপতিত্বে কাঠালবাড়ীয়া শহীদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু বলেন, অনুষ্ঠান শুরুর সময়ে দুর্গাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রনয় ও জিলানুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এসে কমিটি গঠন অনুষ্ঠান বন্ধ করে সকলকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করার জন্য বলেন। অনুষ্ঠান বন্ধ করার কারন জানতে চাইলে তারা উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনায় তারা অনুষ্ঠান বন্ধ করতে এসেছেন।
উপজেলা বিএনপি’র আহবায়ক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান আয়নাল বলেন, পুলিশি বাঁধার মূখে ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন স্থগিত করা হয়েছে।
কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের প্রতিনিধি জেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক মামুন অর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাতেম আলী, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম খাঁন রবিন, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সেলিম রেজা, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল হক রতন, ঝালুকা ইউপি সাবেক সভাপতি এন্তাজ আলী, উপজেলা যুবদলের আহবায়ক চয়েন উদ্দিন শেখ, যুগ্ন আহবায়ক মাইনুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, করোনার প্রকোপ বৃদ্ধির কারনে সরকারী সিদ্ধান্ত মতে সভা সভাবেশ নিষিদ্ধ। সে কারনে তাদের অনুষ্ঠান বন্ধ করতে বললে উপস্থিত নেতারাও পুলিশের কথা শুনে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।
বিএ/