1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে কন্যা শিশুর শরীরে গরম পানি ঢেলে নির্যাতন - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

দুর্গাপুরে কন্যা শিশুর শরীরে গরম পানি ঢেলে নির্যাতন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

রাজশাহীর দুর্গাপুরে এক প্রতিবন্ধী ভিক্ষুকের শিশু সন্তানের শরীরে গরম পানি ঢেলে ছেলের প্রতিশোধ নিয়েছে এক নারী। এতে ওই শিশুর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের নামোদুরখালী গ্রামে এ ঘটনা ঘটে। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ঝলসে যাওয়া ওই শিশুর নাম মদিনা খাতুন (১০)। সে স্থানীয় এক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী। তাঁর বাবা চায়নাল একজন প্রতিবন্ধী ভিক্ষুক। এমন ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।

শিশুর বাবা প্রতিবন্ধী চায়নাল হক বলেন, মঙ্গলবার বাড়িতে মদিনা মায়ের সাথে ভাত রান্না করছিল। এ সময় ভাতের গরম পানি (মাড়) সে বাড়ির বাহিরে ফেলে দেয়। ওই সময় প্রতিবেশী আশিক (৮) ওই পাশ দিয়ে যাওয়ার সময় কয়েক ফোটা ভাতের পানি (মাড়) তাঁর গায়ে পড়ে। বিষয়টি আশিক বাড়িতে গিয়ে তাঁর মা আদরী বেগমকে বলে দেয়। এতে ওই ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। তার একদিন পর বুধবার দুপুরে ছেলের প্রতিশোধ নিতে আশিকের মা বাড়িতে পানি গরম করে। পরে ওই গরম পানি নিয়ে মদিনার বাড়িতে যায়। এ সময় হঠাৎ পিছন থেকে আশিকের মা আদরী মদিনার গায়ে গরম পানি ঢেলে পালিয়ে যায়। পরে মদিনাকে ঝলসে যাওয়া অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাশমত আলী বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ নেই। এখন পর্যন্ত এধরনের ঘটনার খবর শুনিনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ওসি।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team