নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে দু’দিনব্যাপী বৈচিত্র্য ও আন্তঃনির্ভরশীলতা বিষয়ক ফিচার লিখন কর্মশালা শুরু হয়েছে। রোববার সকালে নগরীর একটি রেস্টুরেন্টের সভাকক্ষে এর উদ্বোধন করা হয়। বেসরকারি উন্নয়ন ও গবেষণা সংস্থা বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজিনাস নলেজের (বারসিক) অঙ্গ সংগঠন ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড স্টাডিজ (বিয়াস) এবং বরেন্দ্র শিক্ষা সংষ্কৃতি ও বৈচিত্র্য রক্ষা কেন্দ্র যৌথভাবে এর আয়োজন করেছে।
কর্মশালার প্রথম দিন তথ্য, তথ্য সংগ্রহ, তথ্যের সংগ্রহের কৌশল, সংবাদ, ফিচার ও প্রবন্ধ বিষয়ক ধারণা দেন বারসিকের কোর্স কো-অর্ডিনেটর বাহাউদ্দীন বাহার। এছাড়া ফিচার লেখার কৌশল, ধরন নিয়ে আলোচনা ও নমুনা ফিচার বিশ্লেষণ করেন প্রথম আলোর রাজশাহী অফিসের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ।
কর্মশালা সঞ্চালনা করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম। সোমবার বৈচিত্র্য ও আন্তঃনির্ভরশীলতা প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে আন্তঃসম্পর্ক ও আন্তঃনির্ভরশীলতা, ফিচার লেখার বিষয় নির্বাচন ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কর্মশালায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ১০ জন তরুণ সংবাদকর্মী অংশ নিচ্ছেন। এছাড়াও কর্মশালায় অংশ নিয়েছেন বরেন্দ্র শিক্ষা সংষ্কৃতি ও বৈচিত্র্য রক্ষা কেন্দ্রের ১৫ জন সদস্য।
খবর২৪ঘণ্টা/এমকে