1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চাটমোহরে আলী আজগার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন

চাটমোহরে আলী আজগার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে পাবনার চাটমোহরে শুরু হলো মরহুম আলী আজগার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ১৪ তম আসর। শুক্রবার বিকেলে হরিপুর খেলার মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মো: মকবুল হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর নাজিমুদ্দিন মিয়া।

জিন্নাহ স্মৃতি ফুটবল ক্লাবের আয়োজনে টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন জেলার ৮টি দল। উদ্বোধনী খেলায় চাটমোহরের গুনাইগাছা শহীদ শামসুদ্দিন ফুটবল একাদশ ৩-১ গোলে রাজশাহী ফুটবল একাদশকে পরাজিত করে।

হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মো: মোজাম্মেল হক রওশনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, মুলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, ফৈলজানা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, নিমাইচড়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নুরজাহান মুক্তি, অরবিটল লিংক স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এম এ মতীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বসুন্ধরা গ্রুপ, অরবিটল লিংক শিক্ষা পরিবার ও আদি সাহার সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো: মকবুল হোসেন।

উল্লেখ্য, মরহুম আলী আজগার ছিলেন হরিপুর ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান। বড় ভাইয়ের স্মৃতি ধরে রাখতে ছোট ভাই চারবার নির্বাচিত চেয়ারম্যান মকবুল হোসেন প্রতিবছর এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST