ব্যবসায় মন্দা দূর হবে। রাতারাতি হচ্ছেন শত কোটি টাকার মালিক। অলৌকিকভাবে সৃষ্টিকর্তা আপনার ভাগ্যে এসব বরাদ্দ করেছেন। তবে বিপুল এই সম্পদ হাতে পেতে হলে দরকার কিছু প্রাচীন ধাতব মুদ্রা, স্বর্ণমূর্তি আর কয়েকটি ইউএস ডলার। সমস্যা নেই। কয়েক লাখ টাকা হলেই এসব নিজেই সংগ্রহ করে দেবেন জিনের বাদশা। আর এই প্রলোভনে জমিজমা বেচে ৭৪ লাখ টাকা জিনের বাদশাকে দিয়েছিলেন রংপুরের এক ব্যবসায়ী। অবশেষে বুঝতে পারেন সবই ছিল প্রতারণা।
উপায় না পেয়ে গেলে বছরের ২৭ আগস্ট রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন প্রতারণার শিকার ওই ব্যক্তি। অবশেষে ঘটনার প্রায় দেড় বছর পর গতকাল শনিবার রংপুর নগরীর মোমিনপুর চৌধুরীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে রফিক মিয়ারপুত্র কথিত সেই জিনের বাদশা সবুজ মিয়া ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ।
আজ দুপুরে রংপুর সিআইডি কার্যালয়ে প্রেস বিফিংকালে এসব তথ্য জানান,সিআইডি পুলিশ সুপার আতাউর রহমান।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ সময় ধরে এই প্রতারণা করে আসছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে আরও তথ্য বের করার চেষ্টা চলছে।
বিএ/